বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

- আপডেট সময় : ০৫:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
লালমনিরহাটে তথাকথিত ধর্ম অবমাননার অভিযোগে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীল হামলার শিকার হন। তাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়। এই ঘটনার প্রতিবাদে হিন্দু মহাজোট বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ করে। যেখানে নির্যাতন বন্ধ ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া, সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ও সংরক্ষিত আসনের দাবিতে শুক্রবার সকালে জাতঅীয প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কওে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক অভিযোগ করেন, লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে পরেশ চন্দ্র শীল ও বিষ্ণুপদ শীলের ওপর হামলা চালিয়ে গুরুতর জখম এবং পরবর্তীতে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। এই ঘটনার প্রতিবাদে হিন্দু মহাজোট নির্যাতন বন্ধ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেন তরা ।
মানব বন্ধনে আরও বক্তব্য রাখেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, সহ সভাপতি দুলাল মন্ডল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য ও মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।