বাংলাদেশে সফর রুশ বিদেশমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
দুইদিনের সফরে ঢাকায় পৌঁছেই রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে পাক্ষিক বৈঠকে বসেন। এর আগে ইন্দোনেশিয়ার জার্কাতা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌছালে বিমানবন্দরে স্বাগত জানান ড. এ কে আব্দুল মোমেন।
সের্গেই ল্যাভরভ সূচির মধ্যে রয়েছে, শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
এদিন বিকেলেই জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রুশ বিদেশমন্ত্রী। বৈঠকে উভয় দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সক্রিয় সমর্থন, রাশিয়া থেকে জ্বালানি ও খাদ্যশস্য আমদানি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রভৃতি ইস্যুতে আলোচনা ওঠে আসে বলে সূত্রের খবর।
গত বছরের নভেম্বরে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট-আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার বিদেশমন্ত্রীর। তবে হঠাৎ করেই সেই সফর বাতিল হয়ে গিয়েছিল। পরে পুনরায় এই সফর নির্ধারিত হয়।