বাংলাদেশে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

- আপডেট সময় : ০৬:৫৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ১৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের নেত্রকোনার জেলার কেন্দুয়া, খালিয়াজুরী ও মদন উপজেলায় মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে ৭ কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার বিকাল নাগাদ জেলার তিন উপজেলায় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
নেত্রকোনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি বজ্রপাতে ৭ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫)। এবং খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২) একই গ্রামের কৃষক বিপুল মিয়া (২৮) ও বাতুয়াইল গ্রামের মনির (২৮ )।
মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের হাফেজ মোঃ শরীফ ( ১৮) ও একই গ্রামের মাওলানা আতাবুর রহমান (১৯) বজ্রপাতে মারা যান। বিকালে মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। এতে তারা মারা যান।