বাংলাদেশে টিকার দ্বিতীয় ডোজ শুরু

- আপডেট সময় : ১২:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ২২১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশে করোনা মহামারির দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দিনে ঢাকার বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ব্যক্তিকে করোনা টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ করার কথা জানা গিয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়। তবে এখন পর্যন্ত যারা টিকা নেননি তাদেরকে প্রথম ডোজ দেওয়ার কার্যক্রমও অব্যাহত থাকছে।
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ডের মধ্যেই টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম শুরু হলো। সবশেষ বুধবারও ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন শনাক্ত হয়েছেন। এনিয়ে টানা চারদিন ৭ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে প্রথম ডোজ নেওয়া প্রায় সবার কাছে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ ও কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো কারণে কেউ যদি প্রথম ডোজ নেয়ার পরও দ্বিতীয় ডোজের সময় ও কেন্দ্রের তথ্য এসএমএস-এ না পেয়ে থাকেন, সেক্ষেত্রে প্রথম ডোজ নেয়ার ঠিক দুইমাস পর আগের কেন্দ্রে গিয়ে টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজটি নেবার সুযোগ রয়েছে।