জাতীয় হিন্দু মহাজোটের ‘ঈদ উপহার’ বিতরণ
- আপডেট সময় : ১১:৩১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
বাংলাদশে জাতীয় হন্দিু মহাজোট’র উদ্যোগে আসন্ন ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরে মুসলমান ধর্মাবলম্বী মানুষের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট’র মহাসচবি এডভোকেট গোবন্দি চন্দ্র প্রমাণকি
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
‘সবার উপরে মানুষ সত্য’ এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগরে অসহায় মুসলমানদের মাঝে ঈদ উপলক্ষে চাল, ডাল, চিনি, দুধ, সেমাই, সাবন,শ্যাম্পু ইত্যাদি বিতরণ করেছে।
বাংলাদেশে জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর ও বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব এডভোকেট শ্রী গোবিন্দ চন্দ্র প্রামাণিক উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণ করছে নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শ্রী প্রদীপ পাল ঈদ উপহারের পাশাপাশি নগদ অর্থও প্রদান করেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ও মহানগর এর সিনিয়র উপদেষ্টা শ্রী নয়ন সাহা , বাংলাদেশ জাতীয় হিন্দু সেচ্ছাসেবক জোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রী পরেশ চৌধুরী, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ মহানগর সভাপতি খোকন সাহা,
ঈদ সামগ্রী বিতরণ করছে নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দ
মহানগর সিনিয়র সহ-সভাপতি অভিক সাহা, মহানগর সহ-সভাপতি উত্তম দত্ত, মহানগর সাধারণ সম্পাদক শোভন দাস, নারায়ণগঞ্জ মহানগর সাংগঠনিক সম্পাদক মানিক দাস, মহানগর কোষাধ্যক্ষ স্মৃতি পাল, সদস্য প্রাণকৃষ্ণ ভৌমিক, আকশ সরকার, অসীম দাস, আশিস রায়, সঞ্জিত দাস শ্রাবণ রায়, নিলয় সাহা, কাজল ভৌমিক ও অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।