বাংলাদেশে করোনা লড়াইয়ের অংশ নিতে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব চীনের
- আপডেট সময় : ০৫:০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০ ৫২৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই উর্ধগতি। বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত-মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা অনলাইন বুলেটিনে জানিয়েছেন, করোনায় গত ২৪ ঘন্টায় ৪৩টি ল্যাবে ১০ হাজার ২০৭টি নমুনা পরীক্ষায় ১,৬১৭ জন নতুন শানাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত সংখ্যা দাড়িয়েছে ২৬,৭৩৮জন। এছাড়া ২৪ ঘন্টায় মারা গেছেন ১৬জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৩৮৬জন। এ পর্যন্ত হয়ে ওঠেছেন মোট ৫,২০৭জন। বাংলাদেশে সুস্থতার হার ১৯.৪৭% এবং মৃত্যুর হার ১.৪৪%। বাংলাদেশের করোনা পরিস্থিতি যখন আশঙ্কাজনক, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় তার দেশের অভিজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন। চীনা রাষ্ট্রপতি বুধবার বিকেল ৫ টা নাগাদ প্রধানমন্ত্রীকে ফোন করেছেন এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি জানতে চেয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। এ সময় চীনের প্রেসিডেন্ট জিনপিং শেখ হাসিনাকে বলেছেন, আপনি চাইলে করোনা প্রতিরোধে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাতে প্রস্তুত। ২৫ মিনিটের আলাপচারিতায় চীনা প্রেসিডেন্ট আশ্বাস দেন যে তার দেশ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সমর্থন অব্যাহত থাকবে। তিনি বলেন, আমরা সবসময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য এবং আন্তর্জাতিক ফোরামে দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। জিনপিং আরও বলেন, চীন বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য কাজ চালিয়ে যাবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, বাংলাদেশের প্রতি সহানুভূতি প্রকাশ করায় শেখ হাসিনা চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান করোনা প্যান্ডেমিক মোকাবেলায় একসাথে কাজ করার জন্য। প্যান্ডেমিক চলাকালীন একে অপরের দেশে চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য পণ্য পাঠানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুই নেতা। প্রেস সচিব আরও জানিয়েছেন, চীনা প্রেসিডেন্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন সফরের কথা স্মরণ করেছেন। বঙ্গবন্ধুর সফর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি স্থাপন করেছেন। জিনপিং বলেন এবং আশা করেন যে আগামী দিনে এই সম্পর্ক আরও জোরদার করা হবে।