নিজস্ব প্রতিনিধি, ঢাকা
করোনার প্রকোপে ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত পথে যাত্রী চলাচল ১৪ দিনের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এ অবস্থায় বাংলাদেশের বিভিন্ন স্থানে নানা কাজে আসা ভারতের নাগরিক আটকা পড়েছেন। তাদের ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন।
মঙ্গলবার এক বার্তায় বলা হয়েছে, মহামারী পরিস্থিতি বিবেচনা করে বর্তমান সন্ধিক্ষণে ভ্রমণকে উৎসাহিত করা হচ্ছে। তবে কিছু নাগরিককে ভারতে ফেরত যাওয়ার জরুরি এবং অনিবার্য প্রয়োজন রয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ আমাদের ভ্রমণকে সহজতর করার জন্য হাইকমিশনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর মধ্যে ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি স্থল সীমান্ত পথ আখাউড়া-আগরতলা, বেনাপোল-পেট্রাপোল এবং বুড়িমারী-চ্যাংড়াবান্ধা ব্যবহার করে ভারতে যাওয়া যাবে।
এই সীমান্ত পয়েন্টগুলির মধ্যে যেটির মাধ্যমে ভারতে ভ্রমণের প্রয়োজন হয়, তবে দয়া করে আমাদের
https://hcidhaka.gov.in/RepatriationLandBorder- এ ভ্রমণের ছাড়পত্রের সুবিধার্থে নিবন্ধন করার পরামর্শ দেওয়া হলো। তাতে করে মিশন আপনাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে সক্ষম করবে।
এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে কমপক্ষে দুই কর্মদিবসের প্রয়োজন হবে। অসুবিধা এড়াতে আপনার ভ্রমণের তারিখের আগে সীমান্তে পৌঁছাবেন না।
পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদাভাবে ফর্মটি পূরণ করতে হবে। স্থল সীমান্ত দিয়ে ভারতে যাবার জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের অনুমোদনের নিশ্চয়তা নিবন্ধনের সময় আপনার দেওয়া ইমেল / মোবাইল নম্বরে হাইকমিশন সরবরাহ করবে।
ফর্ম জমা দেওয়ার আগে দয়া করে আপনার পাসপোর্ট নম্বর, ইমেল আইডি এবং মোবাইল নম্বর পুনরায় পরীক্ষা করুন। এইচসিআইয়ের কাছ থেকে নিশ্চিতকরণ না পেয়ে স্থল সীমান্তের দিকে অগ্রসর হওয়া থেকে বিরত থাকুন।