বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডলি
- আপডেট সময় : ০৪:৫৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ১৩৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগল ডুডলি প্রকাশ করেছে।
আজ ২৬ মার্চ। স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে দিনজুড়ে গুগল ডুডলে বাংলাদেশের পতাকা সম্বলিত নান্দনিক ডুডলে।
২৬ মার্চ বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গুগলের এই নান্দনিক আয়োজন।
আজকের দিনটি বাঙালি জাতির জীবনে অনন্য দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালে ২৬ মার্চ প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩০ লাখ মানুষের প্রাণ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বাংলাদেশ।
১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের দেশটির স্বাধীনতার আজ ৫২তম বার্ষিকী।
বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের এ দিনকে উদযাপন করতে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে।
সোমবার দিবাগত রাত ১২টার অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরেই ডুডলটি শোভা পাচ্ছে গুগলের হোমপেজে। ছবিতে গুগলের নামের মাঝে শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
ডুডলের ওপর কার্সর ধরলেই বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২৪ লেখা ভেসে উঠছে। আর ক্লিক করলেই দেখা যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত বিভিন্ন ওয়েবসাইট ও তথ্য।
গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। এর আগেও বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে গুগল। ২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ডুডল প্রকাশ করেছিল গুগল কর্তৃপক্ষ।