বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, একসঙ্গে কাজ করার অঙ্গিকার ভারতের
- আপডেট সময় : ০৩:০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ ৫৩৩ বার পড়া হয়েছে
ভয়েস জিটাল ডেস্ক
২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতার ৫০ বছরপূর্তী উদযাপন করবে। সেই সঙ্গে ভারতের সঙ্গে কূটনৈতির ৫০ বছর। এউপলক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ। তিনি বলেছেন, ২০২১ সালে বাংলাদেশ পালন করবে স্বাধীনতার ৫০ বছর। সেই সঙ্গে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর। দুটো মিলিয়ে কাজ করার বহু ক্ষেত্র রয়েছে। বুধবার বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে তার দপ্তরে বিদায়ী সাক্ষাতকারে মিলিত হয়ে এসব কথা বলেন রিভা গাঙ্গুলী দাশ। এসময় বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুকে নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র নির্মাণ কাজ নিয়েও কথা হয়। তথ্যমন্ত্রী জানান, করোনা প্রাদুর্ভাবের কারণে তথ্যচিত্রটির শুটংয়ের কাজ বন্ধ থাকে। যা শিগগিরই শুরু হতে যাচ্ছে।
ভারতে বাংলাদেশ সরকারের নিজস্ব টিভি চ্যালেন ‘বাংলাদেশ টেলিভিশন’ এখন ভারতের স্যাটেলাইট চ্যানেলে ফ্রি দেখা যায়। পাশাপাশি দূরদর্শনেও। এটিকে ল্যান্ডমার্ক এচিভমেন্ট হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি অলইন্ডিয়া রেডিও এবং বেতারেরও একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মোটামুটি অনেকগুলো কাজ হয়েছে বলে জানালেন রিভাগাঙ্গুলী দাশ। এসময় তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের সংস্কৃতিতেও মিল রয়েছে। আরও অনেক কিছুই করার আছে এবং আগামীতে সেগুলোও হবে। বাংলাদেশের তথ্যমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতে এস রিভা গাঙ্গুলী বলেন, ক’দিন আগে আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। সেজন্য ভারতে রাষ্ট্রীয় শোক চলছে। বাংলাদেশেও একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। প্রয়াত রাষ্ট্রপতি বাংলাদেশের খুব ভালো বন্ধু ছিলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর ওপর একটি ফিল্ম তৈরি হচ্ছে যেটি বায়োপিক। তার অনেক কাজ এগিয়ে গিয়েছিল। কিন্তু করোনায় শুটিং বন্ধ থাকে। আশা করছি শিগগিরই শুটিং শুরু হবে। আমরা যৌথভাবে মুক্তিযুদ্ধের ওপর এই ডকুমেন্টারি ফিল্মও করছি। সেটার কাজ এগোচ্ছে ধীরে ধীরে। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎকার ছিল এটি। তিনি পদোন্নতি পেয়ে দিল্লিতে ফিরে যাচ্ছেন। তাকে অভিনন্দন জানিয়েছি। তার অবস্থান কালে তথ্যমন্ত্রকের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিশেষ করে যেমন বহু বছরের আলাপ আলোচনার পর ভারতে ফ্রিতে বাংলাদেশ টেলিভিশন দেখা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সেখানে সম্প্রচার হচ্ছে।
এসময় তথ্যমন্ত্রী আরও ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর বায়োপিক নির্মাণের কাজটি খুব শিগগিরই শুরু হবে উল্লেখ করেন বলেন, পাশাপাশি দুই দেশের প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি তথ্যচিত্রের কাজও আমরা শুরু করবো। এ বিষয়গুলো আলোচনা হয়েছে। এছাড়া ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অকৃত্রিম, যেটির সঙ্গে কারো তুলনা হয় না। পাশাপাশি দ্বিপাক্ষিক আরও কিছু বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।
উল্লেখ্য, মুজিববর্ষের প্রথমদিন, গত ১৭ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) মহরতের পরদিন ১৮ মার্চ থেকে ৩ এপ্রিল বঙ্গবন্ধুর বায়োপিকের দৃশ্যধারণের সূচি নির্ধারিত ছিল। কিন্তু বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হবার থেকে এর কাজ স্থগিত হয়ে যায়। এটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ভারতের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।