অসমে ৬ মাত্রার ভূমিকম্প, কেঁপে ওঠলো বাংলাদেশ
- আপডেট সময় : ১০:০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১ ১৮৫ বার পড়া হয়েছে
ভূমিকম্পের সময় ঘর ছেড়ে বেরিয়ে আসেন অসমের নাগাঁও জেলার বাসিন্দারা: ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা। বুধবার সকাল ৮টা ২১ মিনিটে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্পের গভীরতা ছিল ৩৪ কিলোমিটার।
ভূমিকম্পের উৎপত্তিস্থল অসম রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে ১৪০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারি সৈয়দ সামসুজ্জামান সানু জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ থেকে ৩৯৭ কিলোমিটার উত্তরে ভারতের অসমে।
যুক্তরাষ্ট্রের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ধেকিয়াজুলি থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়।
বাংলাদেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৬ দশমিক ২।
এ সময়ে আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। নীলফামারী জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদরেও অনুভূত হয়েছে ভূকম্পনটি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে।
তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতা নেই।