বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আনন্দিত জয়শঙ্কর

- আপডেট সময় : ১০:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ২২৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ছবি: টুইট থেকে নেওয়া
‘বৈঠকে ঢাকা নয়া দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার জন্য অনন্য সুযোগ বলে অভিহিত করেছেন জয়শঙ্কর’
উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে কানেক্টিভি সম্মেলনের ফাঁকে সাইড লাইনে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বৈঠকে ঢাকা নয়া দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনার জন্য অনন্য সুযোগ বলে অভিহিত করেছেন জয়শঙ্কর।
বৃহস্পতিবার তাসখন্দে বিদেশমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠকের পর এক টুইট বার্তায় এ কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী ।

টুইটে জয়শঙ্কর লেখেন, তাসখন্দ কানেক্টিভিটি কনফারেন্সের ফাঁকে বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। আমাদের সংযোগের বিভিন্ন দিকসহ দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করার জন্য এটি একটি অনন্য সুযোগ।
Happy to meet with Bangladesh FM Dr AK Abdul Momen on the sidelines of the Tashkent Connectivity Conference. A good opportunity to review the progress in our ties, including its connectivity aspects. pic.twitter.com/PyqTBDxId3
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 15, 2021
তাসখন্দে দুদিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বুধবার সকালে দেশটি উদ্দেশে রওনা হন ড. মোমেন। এ সফরে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিইয়োইয়েভের সঙ্গে বৈঠক করবেন।
তাছাড়া মোমেন সাইড লাইনে বৈঠক করবেন চীন এবং রাশিয়ার বিদেশমন্ত্রী ওয়াং ই ও সের্গেই ল্যাভরভের সঙ্গে। বাংলাদেশের বিদেশমন্ত্রক এবং ভারতের হাইকমিশন এতথ্য নিশ্চিত করেছে।