বাংলাদেশের কৃষিখাতকে যান্ত্রিকীকরণে সহায়তা দিতে আগ্রহ ভারতের
- আপডেট সময় : ০১:৩১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০ ৫৫১ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট
বাংলাদেশের কৃষিখাতের চেয়ে ভারত কিছু কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে। বিশেষ করে পাট, তুলা, ভুট্টা, ইত্যাদিসহ অনেক ফসলের বীজ ভারত থেকে আনার সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার প্রতি বছর ৪ হাজার মেট্রিক টন পাট বীজ আমদানির দিয়ে থাকে। কৃষিখাতে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী ভারত। পাশাপাশি ভারতের বড় আকারের কোম্পানী বিশেষ করে মহেন্দ্রকে বাংলাদেশে বিনিয়োগে নিয়ে আসার চেষ্টা করা হবে। বুধবার বাংলাদেশের কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎকারে এসে এসব কথা বলেন, ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
বাংলাদেশের কৃষিকে যান্ত্রিকীকরণেও সহায়তা করতে চায় ভারত। ভারতের বেশ কিছু কম্পানি রয়েছে যারা এক্ষেত্রে সফল। এক্ষেত্রে হাইকমিশসার বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করবেন ভালো কিছু কোম্পানি যাতে করে বাংলাদেশে বিনিয়োগ করে। বিশেষ করে মোহেন্দ্রকে চেষ্টা করবেন বাংলাদেশে নিয়ে আসতে।
কৃষি মন্ত্রী ড. রাজ্জাক বলেছেন, কৃষিতে ভারত অনেক ক্ষেত্রেই আমাদের দিক থেকে এগিয়ে। আমরা সহযোগিতা নেবো। আমাদের কৃষিখাতে সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। তারা সেটা জানতে চেয়েছে।
বর্তমানে আমাদের অর্থনীতিতে বা জিডিপিতে কৃষির গুরুত্ব কম থাকলেও খাদ্য নিরাপত্তার জন্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাঁচামালের যোগানের জন্য কৃষি সবসময় গুরুত্বপূর্ণ। ভারত কোনো কোনো বিষয়ে টেকনোলজিতে আমাদের থেকে এগিয়ে আছে। যেমন তুলা বিটি কটনে তারা আমাদের থেকে এগিয়ে আছে। আমরা চাচ্ছি এই বিটি কটন আমাদের দেশে আনতে এটা এদেশের আবহাওয়ার জন্য ভালো।
এছাড়া ভুট্টাসহ অনেক ফসলের ভালোজাত ভারত থেকে আনার সুযোগ রয়েছে। পেঁয়াজ নিয়েও আলোচনা হয়েছে। এখন আবহাওয়া ভালো হচ্ছে। ফের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি শুরু করবে ভারত। আর আমাদের এলসি করা ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজের বিষয়ে ক্লিয়ার করেছে। সবকিছু ঠিক থাকলে যেকোনো সময় তা ভারত সরবরাহের চেষ্টা করবেন বলে জানিয়েছে হাইকমিশনার।