বাংলাদেশকে দোষারোপের সুযোগ নেই চীনের ড. মোমেন

- আপডেট সময় : ০৬:১৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ মে ২০২১ ২৩৩ বার পড়া হয়েছে
দেরিতে চীনা ভ্যাকসিন নেওয়ায় বাংলাদেশকে দোষারোপের সুযোগ নেই। চীনের উপহার ৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণকালে চীনের রাষ্ট্রদূতের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন, বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট বেইজিং পাঠানো হয়। বুধবার সকালে চীনা ভ্যাকসিন নিয়ে ঢাকায় ফিরে আসে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত লি জিমিং উপস্থিত ছিলেন। এসময় চীনা রাষ্ট্রদূতের দিকে তাকিয়ে ড. মোমেন বলেন, বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের অুনমোদন ছাড়া ভ্যাকসিন নেবে না। এক্ষেত্রে চীন ভাগ্যবান যে, সিনোফার্মকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে। বাংলাদেশ অন্য দেশ থেকেও ভ্যাকসিন আনার প্রক্রিয়া অব্যাহত রাখবে।

চীনা রাষ্ট্রদূত ভ্যাকসিন তুলে দেন বিদেশমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হাতে। এর আগে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোটে বাংলাদেশ যুক্ত হলে ‘চীন-বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ হবে’ করা চীনা রাষ্ট্রদূতের এমন মন্তব্য এখন তোলপার চলছে কূটনৈতিক মহলে। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া চারদেশের সামুদ্রিক জোট কোয়াডে যুক্ত হওয়া নিয়ে চীনের বক্তব্যে প্রেক্ষিতে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠানো হবে কি না, সেই আলোচনাও চলছিল।
টিকা হস্তান্তর অনুষ্ঠানে বিষয়টি উল্লেখ না করলেও ড. মোমেন বলেছেন, এখন রমজান মাস, ক্ষমা, সংযম এবং উদারতার মাস। তিনি আরও বলেন, চীনা টিকার যৌথ উৎপাদন হতে পারে। আর তা হলে উভয়পক্ষই লাভবান হবে।
টিকা উপহার দেওয়ায় চীন সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন।সামনের দিনে বাংলাদেশ-চীন সম্পর্ক কাঙ্খিত লক্ষ্যের দিকেই এগুনোর প্রথ্যাশাও করেন বিদেশমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং, বিদেশ সচিব মাসুদ-বিন মোমেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।