বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করোনা টিকা কার্যক্রম শুরু

- আপডেট সময় : ০৩:৫৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ ২৮০ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের সুরক্ষায় করোনা ভাইরাস (কোভিড-১৯) দেশব্যাপি টিকাদান কর্মসূচী শুরু করেছে। ৭ ফেব্রুয়ারি বিজিবি সদর দপ্তর, পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা’র প্রশিক্ষণ মাঠে বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান ১ম বিজিবি সদস্য হিসেবে যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাস এর ভ্যাকসিন গ্রহণ করেন।
এ সময় বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালকবৃন্দ, উর্ধ্বতন অফিসারবৃন্দ, সৈনিকবৃন্দ এবং অন্যান্য বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিজিবি’র অন্যান্য সকল ইউনিট/স্থাপনার সদস্যবৃন্দ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্রবার ব্যতিত) চলবে। টিকাদান কর্মসূচির আওতায় ১২টি ধাপে প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিজিবি’তে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য সদস্যরা টিকা গ্রহণ করতে পারবেন।
এ প্রেক্ষিতে ধাপে পোষাকধারী ও অসামরিক বিজিবি সদস্যসহ মোট ৩০০ জনকে করোনা ভাইরাস এর টিকা দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রতি কার্য দিবসে ৩০০ জন করে বিজিবি সদর দপ্তরসহ পিলখানাস্থ অন্যান্য ইউনিটের প্রায় ৩ হাজার ৬০০ জনকে এই টিকা দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া গাইডলাইন অক্ষরে অক্ষরে প্রতিপালন করে করোনাকালেও বিজিবি সদস্যরা রাত-দিন দেশের সীমান্ত সুরক্ষার মহান দায়িত্ব পালন করে চলেছেন। করোনা স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণের মাধ্যমে এ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী তুলনামূলকভাবে বিজিবি’তে সবচেয়ে কম সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।