ফাইল ফটো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা ষড়যন্ত্রের নেপথ্য মদতদাদের খুঁজতে যে তদন্ত কমিশন গঠনর তরা হয়েছে, তার উদ্যোগ চলমান রয়েছে। আর এই কমিশনে কাদের রাখা হবে, সেই চিন্তাভাবনা চলছে বলেও জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।
রবিবার তার প্রতিক্রিয়ায় এমন সংবাদমাধ্যম মন্তব্য করেন আইনমন্ত্রী। কমিশন গঠনের সর্বশেষ অগ্রগতি বিষয়ে আইনমন্ত্রী বলেন, আপনারা দেখছেন, কোভিড-১৯-এর কারণে আমাদের সব
কাজ প্রায় স্থবির। তবু আমরা যে চিন্তাভাবনা ও পদক্ষেপ নেওয়ার কথা বলেছি, সেটার দিকে এগুচ্ছি। আমরা চিন্তাভাবনা করছি কাকে কাকে এই কমিশনে রাখা হবে।
এদিন কৃষক লীগের অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার নেপথ্যকারীদের প্রসঙ্গে কথা বলেন, জাতির
পিতার হত্যার বিচার করেছি। এই ষড়যন্ত্রের পেছনে কারা সেটা এখনও আবিষ্কার হয়নি। তবে এটা ঠিক তা একদিন না একদিন আবিষ্কার হবে।