বঙ্গবন্ধুকে নিয়ে শংকর হালদারের কবিতা `শেখ মুজিবুর রহমান’
- আপডেট সময় : ০২:২৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ৬০৪ বার পড়া হয়েছে
তুমি তো সেই সবুজ সজীব, বাংলাদেশের মহান প্রাণ
গিমাডাঙ্গা টুঙ্গিপাড়ার, বিদ্যালয়ের অগ্নিবাণ !
মধুমতির জলে সাঁতার, তাল তমালের হিজল সারি
ময়না শালিক বাবুই বাসা, খোঁজার নেশায় দিতে পাড়ি !
উনিশ’শ বিশ সতেরই মার্চ, বুধেই তুমি জন্ম নিলে
শেখ লুৎফর রহমান আর সায়রা মায়ের দামাল ছেলে !
বাংলা আরবি ইংরেজি’তে, সমান তোমার দক্ষ চলা
চার বোন এক ভাইয়ের সাথে, কাটলো নিটোল ছেলেবেলা !
কৈশোর তোমার আগুন পাখি, যৌবনে তে কারা বরণ
ভাষার জন্যে শপথ নিলে, দেশের জন্যে শুদ্ধ মরণ !
কারাগারের লোহার গরাদ, চিনত তোমার শব্দ পায়ের
স্বাধীন দেশের স্বপ্ন বুকে, আশীর্বাদ তাই বিশ্ব-মায়ের !
ডাক দিলে তাই জাগরণের, স্বাধীনতার মুক্তি পথ
রক্ত যদি ঝরে ঝরুক, আসবে জেনো বিজয়-রথ !
পঁচিশে মার্চ মধ্যরাতে, একাত্তরের পাকিস্তানি
ঘুমিয়ে থাকা মানুষের ওপর, চালালো তাদের মৃত্যু-ঘানি !
তিরিশ লক্ষ শহিদ হলো, দু’লাখ বোনের ইজ্জত লুঠ
ন’মাসের সেই রক্ত স্নানে, সোনার বাংলা পরলো মুকুট !
একাত্তরের ষোল তারিখ, ডিসেম্বরের মহান দিন
বিজয় শঙ্খ উঠলো বেজে, বাংলাদেশ হলো স্বাধীন !
আঁচোল দিলো ইন্দিরা মা, ভারতের বীর সৈনিক ভাই
হাসিমুখে মৃত্যু নিলো, সে সব ঋণের সীমা নাই !
শত্রু তোমার ছায়ায় ছিল, পঁচাত্তরের পনের আগষ্ট
সপরিবারে হলে শহীদ, এমন ঘৃণ্য ছল – কপট !
টুঙ্গিপাড়ার সেই মাটিতেই, হলো তোমার কবরস্থান
বাংলা মায়ের বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান !!
(তার সঙ্গে আমার প্রথম পরিচয় কলকতার বাগবাজারে। প্রয়াত ডা. সুবীর কুমার ঘোষের বাড়িতে রোটারি অটিরিয়ামে অনুষ্ঠিত দু’বাংলার এক অনুষ্ঠানে। সঙ্গে বিশিষ্ট সাহিত্যিক বরুণ চক্রবর্তীসহ আরও শিল্পী-সাহিতিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমার হাত টেনে নিয়ে বললেন, খুব আলো অনুষ্ঠান হলো। পরবর্তীতে এমনি অনুষ্ঠানে থাকতে চাই। মনে আছে সেই অনুষ্ঠানে একটি মনোমুগদ্ধকর কবিতা আবৃত্তি করেছিলেন শংকর হালদার। বাংলাদেশে স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার লেখাটি কবিতাটি প্রকাশ করা হলো। এমনি আরও লেখা প্রকাশে আগ্রহী ‘ভয়েসএকাত্তর’। তাতে করে আমরা অর্থাৎ পাঠকরা সমৃদ্ধ হবো।)
————————— © ————————-