ফের ৫ দিনের পুলিশ হেফাজতে মামুনুল

- আপডেট সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ১৭৪ বার পড়া হয়েছে
মামুনুল হক। ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
নাশকতার আরও দুই মামলায় তৃতীয় দফায় হেফাজতের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে পাঁচ দিনের পুলিশ হেফাজতে দিয়েছেন আদালত। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার নির্দেশ দেন।
এদিন কড়া নিরাপত্তায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয় মামনুলকে। ঢাকার পল্টন থানায় করা পৃথক দুই মামলায় তার বিরুদ্ধে আরও ১৭ দিনের হেফাজতের আবেদনের প্রেক্ষিতে আদালত পাঁচ দিনের হেফাজত মঞ্জুর করেন। আগে আরও দু’দফায় ১৪ দিনের হেফাজতে নেওয়া হয়েছিলো তাকে।
দীর্ঘদিন নজরদারির পর ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার হন মামুনুল।
জানা গেছে, ডিবির মতিঝিল বিভাগে মামুনুল হকের বিরুদ্ধে ৮ টি মামলা তদন্তা করছে। লালবাগ বিভাগে দু’টি, তেজগাঁও বিভাগে একটি এবং মতিঝিল ও পল্টন থানায় পৃথক চারটি মামলায় মামুনুলের নাম রয়েছে।
২০১৩ সালের ৫ মে রাতে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর, সংঘর্ষ, লুটপাট ও নাশকতার অভিযোগে এসব মামলা হয়। মামুনুল হকের বিরুদ্ধে সর্বশেষ মামলাটি হয় ৫ এপ্রিল।
চলতি বছরের ২৬ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনায় এ মামলা হয়। এসব মামলায় বেশ কয়েকজন কেন্দ্রীয় হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।