সংবাদ শিরোনাম ::
ফের সন্ত্রাসীর গুলিতে দুই রোহিঙ্গা নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:২০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৫২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
পুলিশ বলছে রোহিঙ্গা শিবিরের আধিপত্যকে কেন্দ্র করে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়। তাদের দু’জনের নামেই রফিক বলে জানিয়েছেন, উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। গুলিবিদ্ধ ইয়াসিন নামের অপর রোহিঙ্গার অবস্থা গুরুতর। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেখ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার দুপুরে ১৫/১৬ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা প্রতিপক্ষ রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি চালায়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আধিপত্য বিস্তার ঘিরে একটি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ গুলি চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ ও এপিবিএন পুলিশ কাজ করে যাচ্ছে।