ঢাকা ১০:২০ অপরাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফের একদিনে করোনার রেকর্ড সংক্রমণ ৫১৮১, মৃত্যু ৪৫জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ১৭৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস রিপোর্ট, ঢাকা

করোনাভাইরাস ফের লাগামহীন। প্রচন্ড খরতাপের মধ্যে বাংলাদেশে করোনার মিটার চড়া। গত বছর ৮ মার্চ করোনা সংক্রান্ত হবার পর দশদিনের মাথায় অর্থাৎ ১৮ মার্চ একজনের মৃত্যু হয়। পরবর্তীতে বছরের শেষভাগে কমে আসে দুই শতাংশের কাছাকাছি। কিন্তু প্রাদুর্ভাবের ৩৮৭তম দিনে ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এটাকে রেকর্ড সংক্রমণ বলছে। আর মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৯ জনে।

গত বছরের ২ জুলাই মাসে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছিলো। গত বছর ২৮ আগস্ট একদিনে সর্বচ্চ মৃত্যু হয়েছিল ৪৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৮ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ১৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। করোনার শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৭৭ জন।

এখন পর্যন্ত সরকারী ব্যবস্থাপনায় ৩৫ লাখ ৫৪৮টি এবং বেসরকারী ভাবে ১১ লাখ ১৬ হাজার ৪৭৭টিসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ১৭ হাজার ২৫টি। যার মধ্যে শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৯৫ জন। তাদের মধ্যে মোট ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা ৪৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৫ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, বয়সভিত্তিক বিশ্লেষণে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৫ জনের মধ্যে বিশোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ৫ জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন। মৃত্যুর দিক দিয়ে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম ৬ জন, রাজশাহী ৫ জন, খুলনা ৩ জন, বরিশাল ১ জন, রংপুর ১ জন ও ময়মনসিংহ ১ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১২ কোটি ৭৮ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০ কোটি ৩০ লাখের বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফের একদিনে করোনার রেকর্ড সংক্রমণ ৫১৮১, মৃত্যু ৪৫জন

আপডেট সময় : ০৭:০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১

ভয়েস রিপোর্ট, ঢাকা

করোনাভাইরাস ফের লাগামহীন। প্রচন্ড খরতাপের মধ্যে বাংলাদেশে করোনার মিটার চড়া। গত বছর ৮ মার্চ করোনা সংক্রান্ত হবার পর দশদিনের মাথায় অর্থাৎ ১৮ মার্চ একজনের মৃত্যু হয়। পরবর্তীতে বছরের শেষভাগে কমে আসে দুই শতাংশের কাছাকাছি। কিন্তু প্রাদুর্ভাবের ৩৮৭তম দিনে ২৪ ঘণ্টায় ৫ হাজার ১৮১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এটাকে রেকর্ড সংক্রমণ বলছে। আর মৃত্যু হয়েছে ৪৫ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪৯ জনে।

গত বছরের ২ জুলাই মাসে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জন আক্রান্ত হয়েছিলো। গত বছর ২৮ আগস্ট একদিনে সর্বচ্চ মৃত্যু হয়েছিল ৪৭ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৮ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ১৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। করোনার শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ০১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৭৭ জন।

এখন পর্যন্ত সরকারী ব্যবস্থাপনায় ৩৫ লাখ ৫৪৮টি এবং বেসরকারী ভাবে ১১ লাখ ১৬ হাজার ৪৭৭টিসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ১৭ হাজার ২৫টি। যার মধ্যে শনাক্ত হয়েছে ৬ লাখ ৮৯৫ জন। তাদের মধ্যে মোট ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা ৪৫ জনের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৫ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, বয়সভিত্তিক বিশ্লেষণে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৫ জনের মধ্যে বিশোর্ধ্ব ১ জন, ত্রিশোর্ধ্ব ৫ জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছেন। মৃত্যুর দিক দিয়ে ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রাম ৬ জন, রাজশাহী ৫ জন, খুলনা ৩ জন, বরিশাল ১ জন, রংপুর ১ জন ও ময়মনসিংহ ১ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১২ কোটি ৭৮ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৭ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০ কোটি ৩০ লাখের বেশি।