ফিরল উত্তুরে হাওয়ার দাপট ফাইল চিত্র
কলকাতা, শহরতলী ছেড়ে বীরভূম, বর্ধমান কিংবা জঙ্গলমহলের জেলাগুলিতে এগোলে তাপমাত্রার পারদ আরও খানিকটা নিম্নমুখী। সঙ্গে শীতল হাওয়া। নিম্নচাপ কেটে গিয়েছে। মঙ্গলবারই আকাশ পরিষ্কার হতে শুরু হয়েছিল বুধবারও রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। গত কয়েক দিনের তুলনায় ঠান্ডাও থাকবে বেশি।
মঙ্গলবার রাত থেকেই কমছে তাপমাত্রা। যার জেরে মহানগরীতে ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টাতেও তাপমাত্রা কমার বার্তা আবহাওয়া অফিসের। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে গত কয়েক দিনের তুলনায়
কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। ২৪ ঘণ্টায় ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। মঙ্গলবারের তুলনায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় আড়াই ডিগ্রি কম।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। এর জেরে উত্তুরে হাওয়া ঢুকতে যে বাধার সৃষ্টি হয়েছিল, তা এখন কেটে গিয়েছে।