প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ২৯২ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট, ঢাকা
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৫তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে রবিবার কোম্পানীর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে, দেশের প্রথম কোম্পানী হিসেবে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে।
প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটে এর পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারপারসন মোঃ নজরুল ইসলাম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এবং পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যগণ এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী সভায় উপস্থিত ছিলেন।
কোম্পানীর সেক্রেটারি এনামুল হক খান বাংলাদেশ সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এর নির্দেশনা অনুযায়ী হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন এবং ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সভার স্থানে সরাসরি শেয়ারহোল্ডারদের উপস্থিতি এবং অনলাইন সংযোগের সংমিশ্রণে হাইব্রিড সিস্টেমে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।