প্রথম ই-গেট বেনাপোলে, ৪০ সেকেন্ডে যাত্রী পার

- আপডেট সময় : ০৮:০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
যাত্রীরা নিজের পাসপোর্ট শো করলেই গেটটি খুলে যাবে। যার পাসপোর্ট তাকেই শো করতে হবে। অন্যকেউ করলে দরজা খুলবে না। একজন যাত্রী মাত্র ৪০ সেকেন্ডে গেট পার হতে পারবেন। বিনা পাসপোর্টে কেউ গেট দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার বিকালে দেশের প্রথম ই-গেটের উদ্বোধন করবেন ।
বাংলাদেশের অন্যতম স্থলবন্দর বেনাপোল। উল্টোদিকে ভারতের পেট্রাপোল। এই স্থল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী যাতায়ত করে থাকেন।
এদিন বিকালে বেনাপোল ফুটবল মাঠে সুধী সমাবেশে বক্তব্য দেবেন এবং বিকাল সাড়ে ৫টায় চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত রি-ট্রেট শ্রীমনি অনুষ্ঠানে যোগ দেবেন।
প্রথম পর্যায়ে চারটি গেট নির্মাণ করা হয়েছে। যার মধ্যে ভারতে প্রবেশের জন্য দুটি ও ভারত থেকে আসা যাত্রীদের জন্য দুটি গেট রয়েছে। পর্যায়ক্রমে এই গেট আরও বাড়ানো হবে।
ই-গেট স্থাপনের ফলে দুই দেশে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি কমবে। বর্তমানে এই স্থল বন্দরে দিয়ে যাত্রী চাপের কারণে কোন কোন সময় যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়।