প্রতিবেদনটি ‘মিথ্যা’, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: কাদের
- আপডেট সময় : ০৬:৪০:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
স্যরি বললেই কি সব সমাধান হয়ে যায়
অনলাইন ডেস্ক
প্রথম আলোর প্রতিবেদনটি ‘মিথ্যা’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা জানা নেই।
বুধবার সচিবালয়ে আয়োজিত সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংক্ষুব্ধ এক ব্যক্তির মামলার পরেই প্রথম আলোর সাংবাদিক গ্রেফতার হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, নবীনগরে এক বাচ্চার হাতে ১০ টাকা দিয়ে স্বাধীনতা নিয়ে তার মন্তব্য নেয়া হয়েছে। ছেলের নাম সবুজ। যাকে বানানো হয়েছে জাকির হোসেন। ছেলে স্কুলের ছাত্র, তাকে বানানো হয়েছে দিনমজুর। এটি কোন সাংবাদিকতা, এই প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।
প্রথম আলো তাদের ‘ভুলগুলো সংশোধন করেছে’ উল্লেখ করে প্রতিবেদককে তুলে নেওয়া ঠিক হয়েছে কি না জানতে চাইলে, ওবায়দুল কাদের বলেন, এত বড় মিথ্যা রিপোর্ট। স্যরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এটা একটা অপরাধ।
বাজারে জিনিসপত্রের দাম সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জিনিসপত্রের দাম এখন কমছে। আস্তে আস্তে আরও কমবে। শুধু বাংলাদেশেই নয়, সারা দুনিয়াতেই জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি। ফ্রান্স-জার্মানির দিকে একবার তাকান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সারা বিশ্বই সংকটে আছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারা বিশ্বেই কস্ট অব লিভিং (জীবনযাত্রার ব্যয়) লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাংলাদেশ ব্যতিক্রম, এটা তো বলা যাবে না। আমরা বেশি দামে কিনি, অল্প দামে বিক্রি করতে হয়, এটিই তো বাস্তবতা।