প্রতিবন্ধীদের জন্য হচ্ছে সাহায্য কেন্দ্র মিলবে আজীবন সেবা
- আপডেট সময় : ১১:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ১৭৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশে প্রায় তিন লক্ষাধিক স্নায়ুবিক বিকাশজনিত প্রতিবন্ধী রয়েছে। যারা শারীরিক ও মানসিক বিকাশজনিত সীমাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাপনের সুবিধা থেকে বঞ্চিত। তারা প্রতিনিয়ত নানা ধরনের স্নায়ুবিক বিকাশজনিত প্রতিবন্ধকতার সম্মুখীন হন, যা জীবনভর বয়ে বেড়াতে হয়।
এসকল প্রতিবন্ধীর জন্য ‘এনডিডি সেবা ও সাহায্যকেন্দ্র’ নামে নতুন একটি প্রকল্প প্রণয়ন করেছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅ্যাবিলিটিস (এনডিডি) সুরক্ষা ট্রাস্ট। এসব সাহায্যকেন্দ্রে আজীবন সকল ধরনের সেবা পাবেন এনডিডি প্রতিবন্ধীরা। এমনকি প্রতিবন্ধী ব্যক্তির বাবা-মায়ের মৃত্যু হলে তার দায়িত্বও নেবে এনডিডি ট্রাস্ট।
জানা গেছে, অটিজম দূর করতে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক প্ল্যান ফর নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার ২০১৬-২০২১’ প্রণয়ন করেন বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ হোসেন পুতুল।
সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করছে এনডিডি সুরক্ষা ট্রাস্ট। প্রায় সোয়া তিন লাখ এনডিডি প্রতিবন্ধী ব্যক্তির সকল ধরনের প্রতিবন্ধকতা দূর করে তাদের স্বাভাবিক জীবনমান উন্নয়নে ‘এনডিডি সেবা ও সাহায্যকেন্দ্র’ প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে।