প্যাংগং থেকে সেনা সরাচ্ছে ভারত-চিন, দাবি বেজিংয়ের
- আপডেট সময় : ০২:২২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ ২০১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বুধবার পয়াংগং লেকের (চধহমড়হম খধশব) দক্ষিণ এবং উত্তর উপত্যকা থেকে সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ভারত, চিন। দু’দেশের মধ্যে নবম দফার আলোচনার সিদ্ধান্ত অনুযায়ীই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে বেজিং।
এ দিন দুপুরে চিনা প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র লিখিত বিবৃতিতে জানান, প্যাংগং তসো হ্রদের দক্ষিণ এবং উত্তর তীরে চিনা ও ভারতীয় সীমান্ত সেনারা ১০ ফেব্রুয়ারি থেকে সরে যেতে শুরু করেছে।
তবে চিনের এই দাবি নিয়ে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনো বিবৃতি দেয়নি ভারত সরকার। যদিও চিনের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল কিয়ান দাবি করেছেন, “গত মাসে মোলডো-চুশুল সীমান্তে দু’দেশের সামরিক কমান্ডার-স্তরের নবম দফায় আলোচনায় ঐকমত্যের রেশ ধরেই এ দিনের এই পদক্ষেপ”।
ন’মাস ধরে চলা সীমান্ত বিবাদ এবং প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শান্তি ফিরিয়ে আনতে নবম দফার বৈঠকে ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে এই আলোচনা চলে।
বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, পূর্ব লাদাখে প্রায় ৫০ হাজার ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। চিনের তরফেও প্রায় সমান সংখ্যক সেনা মোতায়েন করা হয়। এখন দেখার, উভয়পক্ষের মধ্যে আলোচনার পর বিবাদের মীমাংসা কত দূর এগোয়! সূত্র খবর অনলাইন