সংবাদ শিরোনাম ::
পুলিশের বেতার যোগাযোগে নবদিগন্ত উন্মোচিত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫১:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১ ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্যাটেলাইট মাধ্যমে বেতার যোগাযোগের মাধ্যমে নবদিগন্ত উন্মোচিত করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশ পুলিশে প্রথম ভিস্যাট-এর সাহায্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে ঢাকা ও পুলিশের অন্যান্য ইউনিটসহ নোয়াখালীর ভাসানচরে নতুন ভাসানচর থানা এবং রোহিঙ্গা শিবিরে বুধবার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।
এতে করে ঘূর্ণিঝড়সহ যেকোনও প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্গম এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সহজ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষার বাধা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও আধুনিকায়নের এই উদ্যোগ মহাপুলিশ পরির্দক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সুদূরপ্রসারী ও দূরদর্শী চিন্তার সফল বাস্তবায়ন বলে মনে করছে পুলিশ সদর দফতর।