ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পুলিশের ওপর হামলায় লাকিসহ অভিযুক্তদের গ্রেফতার দাবি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৪ ঘণ্টার মধ্যে লাকিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর হামলা চালায় বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এই হামলার প্রতিবাদ এবং ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারসহ অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে ক্যাম্পাসে একত্রিত তারা। এরপর বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ল-তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা, শাহবাগীদের ঠাঁই নাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, ওয়ান, টু, থ্রি, ফোর, শাহবাগ নো মোর, আমার ভাই কবরে, লাকি কেন বাইরে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না।

জুবায়ের বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে। কিন্তু কুখ্যাত শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। বাংলাদেশে আমরা কখনো শাহবাগীদের পুনরুত্থান মেনে নেব না।

শিক্ষার্থী শাহেদ ইমন বলেন, যখন এই ফ্যাসিবাদ উৎখাত করে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই শাহবাগীরা ষড়যন্ত্র করছে।

যারা আজ পুলিশকে আক্রমণ করেছে, তাদের বিচার করতে হবে। শাহবাগীদের বিচার না হলে প্রতিরোধ আরও তীব্র হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, শাহবাগীরা দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা চালিয়েছে। অতি দ্রুত লাকিসহ সবাইকে গ্রেপ্তারের দাবি ওঠে বিক্ষোভ সমাবেশ থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের ওপর হামলায় লাকিসহ অভিযুক্তদের গ্রেফতার দাবি

আপডেট সময় : ১২:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

২৪ ঘণ্টার মধ্যে লাকিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ওপর হামলা চালায় বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এই হামলার প্রতিবাদ এবং ছাত্র ইউনিয়ন নেত্রী ও গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারসহ অভিযুক্তদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ করেন তারা।

মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে ক্যাম্পাসে একত্রিত তারা। এরপর বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হল এলাকা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের ল-তে লাকি, তুই হাসিনা, তুই হাসিনা, শাহবাগীদের ঠাঁই নাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, ওয়ান, টু, থ্রি, ফোর, শাহবাগ নো মোর, আমার ভাই কবরে, লাকি কেন বাইরে ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে যারা হত্যাকাণ্ড চালিয়েছিল, তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের পুলিশের ওপর হামলা করেছে। আমরা বেঁচে থাকতে এই বাংলাদেশে শাহবাগীদের স্থান হবে না।

জুবায়ের বলেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে। কিন্তু কুখ্যাত শাহবাগীরা তাদের ওপর হামলা করেছে। বাংলাদেশে আমরা কখনো শাহবাগীদের পুনরুত্থান মেনে নেব না।

শিক্ষার্থী শাহেদ ইমন বলেন, যখন এই ফ্যাসিবাদ উৎখাত করে আমরা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, ঠিক তখনই শাহবাগীরা ষড়যন্ত্র করছে।

যারা আজ পুলিশকে আক্রমণ করেছে, তাদের বিচার করতে হবে। শাহবাগীদের বিচার না হলে প্রতিরোধ আরও তীব্র হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে বলা হয়, শাহবাগীরা দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য পুলিশের ওপর হামলা চালিয়েছে। অতি দ্রুত লাকিসহ সবাইকে গ্রেপ্তারের দাবি ওঠে বিক্ষোভ সমাবেশ থেকে।