পিএসজি গোলরক্ষক ডোনারুমাকে বান্ধবীসহ বেঁধে বাড়িতে ডাকাতি
- আপডেট সময় : ০৭:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
প্যারিসে নিজ বাসায় ডাকাতির শিকার হয়েছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। এসময় ডোনারুমা ও তার বান্ধবীকে বেঁধে রাখে সশস্ত্র ডাকাত দল।
পরে চিকিৎসার জন্য পিএসজি গোলরক্ষককে হাসপাতালে ভর্তি করা হয় বলে ঘটনার তদন্তের সঙ্গে জড়িত একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর অষ্টম জেলার আপমার্কেটে ডোনারুমার বাসভবনে জোরপূর্বক ঢুকে তাণ্ডব চালায় একদল ডাকাত। এ সময় তিনি ‘কিছুটা আহত’ হয়েছেন।
PSG goalkeeper Gianluigi Donnarumma and his partner were attacked and robbed at their home in Paris in the early hours of Friday morning, sources have told ESPN's @LaurensJulien.https://t.co/A2cyBDUzg8
— ESPN FC (@ESPNFC) July 21, 2023
তাকে তার সঙ্গীসহ বেঁধে রাখা হয় বলেও জানিয়েছে সূত্রটি। ডাকাত দল বেশ কিছু বিলাস পণ্য ও স্বর্ণালঙ্কারসহ অন্তত ৫ লাখ ইউরো মূল্যের জিনিসপত্র লুট করে চলে যায় বলে জানিয়েছে সূত্রটি।