সংবাদ শিরোনাম ::
পায়েল-তনুশ্রীদের কেন প্রার্থী করা হলো? বিজেপি নেতা তথাগত রায়

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১ ২৫০ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী পায়েল, শ্রাবন্তী ও পার্নোরা ‘নগরীর নটি’ নির্বাচনের টাকা নিয়ে ঘুরে বেড়িয়েছেন। তাদের কেন বাংলায় বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে? এই নিয়ে দলের কাছে জবাব চেয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়।
মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি বলেন, পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদের টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?