পাকিস্তানের ওপর ‘চটলো’ বাইডেন প্রশাস

- আপডেট সময় : ০১:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১ ২৭৬ বার পড়া হয়েছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পার্লকে অপহরণ ও হত্যায় মূল অভিযুক্ত ওমর সঈদ শেখকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এনিয়ে বেজায় চটেছে যুক্তরাষ্ট্র। প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিকদের বলেছেন, পাকিস্তান সুপ্রিম কোর্টের সিন্ধান্তে জো বাইডেন প্রশাসন ক্ষুব্ধ। তিনি আরও বলেন, এই রায় বিশ্বব্যাপী যারা সন্ত্রাসবাদের শিকার তাদের জন্য অপমানজনক। একইসঙ্গে তিনি পাকিস্তান সরকারকে এই রায়ের বিকল্প আইন পুনঃমূল্যায়নের দাবি জানিয়েছেন।
২০০২ সালে ব্রিটিশ সন্ত্রাসবাদী রিচার্ড রেডের গোপন ডেরা ও তার দলবলের কাজকর্ম সম্পর্কে খবরাখবর নিতে পার্ল গিয়েছিলেন করাচিতে। করাচিতে রেডের কাজকর্ম সম্পর্কে খবরাখবর সংগ্রহের সময়েই অপহরণ করা হয় আমেরিকার দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লকে।
অপহরণকারীরা পার্লের মাথা কেটে নিয়েছিল। আর তার ভিডিও তুলে তা আমেরিকায় পাঠিয়ে দিয়েছিল। ওই ঘটনায় ৪ জনকে ২০০২ সালেই গ্রেপ্তার করা হয়েছিল।