পাকিস্তানকে সাড়ে চার কোটি টিকা দিচ্ছে ভারত
- আপডেট সময় : ১০:০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১ ২০৮ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
নানা রেশারেশির পর যুদ্ধবিরতি লঙ্ঘন করে করোনাযুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে ভারত। গাভির ( আন্তজার্তিক টিকা সংস্থা) সাহায্যে সাড়ে চার কোটি ভ্যাকসিনের ডোজ পাকিস্তানকে দেবে ভারত। বিশ্বজুড়ে গরিব দেশগুলোকে টিকা সরবরাহের কাজ করে আসছে গাভি। গত সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে তাদের চুক্তি হয়েছিল করোনা টিকা দেওয়ার ব্যাপারে।
পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসচিব আমির আশরফ খোওয়াজা জানিয়েছেন, এই মাসেই ভারত থেকে করোনা টিকা এসে পৌঁছাবে তাদের দেশে। জুনের মধ্যে দেওয়া হবে আরো ১.৬ কোটি টিকার ডোজ। আপাতত চীনের দেওয়া টিকা দিয়ে ফ্রন্টলাইন কর্মী ও বর্ষীয়ান নাগরিকদের টিকা দেওয়া চলছে ইসলামাবাদে।
তবে সরাসরি ভারত এই টিকা পাঠাচ্ছে না। গাভির মাধ্যমে ভারতে তৈরি করোনার টিকা পাবে পাকিস্তান। এমনিতে পাকিস্তানে করোনার টিকা প্রদান শুরু হয়েছিল দেরিতে। তবে টিকা প্রদান শুরু হলেও ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন শুরু হয় প্রথম থেকেই। চীনের স্বাস্থ্য দপ্তরের তরফে সম্পূর্ণ সবুজ সংকেত পাওয়ার আগেই সেই টিকা ব্যবহার শুরু করে দেয় ইসলামাবাদ।
এমনিতে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুব খারাপ এখন। এই অবস্থায় ইমরানের দেশের পক্ষে টিকা কেনা খুবই সমস্যার। তাই তাদের ভরসা বন্ধু দেশগুলো থেকে উপহার পাওয়া টিকা।