আফগানিস্তান- তালেবানদের লড়াইয়ে পাকিস্তান তালেবানদের পক্ষ নেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান বিরোধী প্রচারণা শুরু করেছে আফগানরা। আফগান ইস্যুতে নেতিবাচক হস্তক্ষেপের জন্য তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এই ক্যাম্পেইনে “স্যাংশন পাকিস্তান”, “স্টপ প্রক্সি ওয়ার”, “স্টপ সাপোর্টিং” টেরোরিস্ট গ্রুপ হ্যাশট্যাগ দিয়ে প্রচারণা চালাচ্ছে আফগানরা। ৭০ হাজারের বেশি ফেসবুক ও টুইটার ব্যবকারী এই প্রচারণায় অংশ নিয়েছে। আফগানিস্তানের সরকারী আমলা, রাজনীতিবিদ, খ্যাতনামা ব্যক্তিত্ব সবাই নিজ নিজ ফেসবুক, টুইটারের মাধ্যমে পাকিস্তানের বিরোধী প্রচারণা করছে।
তালেবানদের সাথে আফগানদের লড়াইয়ে ডুরান্ড লাইনকে দোষারোপ করছে আফগানরা। তাদের মতে, শুধুমাত্র সন্ত্রীদের নিরাপদ জায়গায়ই দিচ্ছে না পাকিস্তান সেই সাথে অনেক সন্ত্রাসী পাঠাচ্ছে দেশটি।