পশ্চিমবঙ্গে ১২শ’ রেলকর্মী আক্রান্ত
- আপডেট সময় : ০৯:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ২৪১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ভারতে রেলকর্মীদের মধ্যে করোনা সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। আক্রান্তর তালিকায় কেবল পশ্চিমবঙ্গ রেলেই রয়েছেন, ১ হাজার ২০০ রেলকর্মী। যার মধ্যে শিয়ালদা ডিভিশনে একসঙ্গে ৭৫০জন রেলকর্মী আক্রান্তর খবর মিলেছে! হাওড়া, কলকাতা স্টেশনসহ গোটা পূর্বরেলে ১২শ’র বেশি রেলকর্মী এখন শনাক্তর তালিকায়। লোকবল সংকট তৈরি হয়েছে, চালক, গার্ড, চেকারসহ একাধিক বিভাগে।
করোনার জেরে শিয়ালদা ডিভিশনে বাতিল করা হয়েছে ৫৪ জোড়া লোকাল ট্রেন। বাতিল খাতায় রয়েছে, একগুচ্ছ স্পেশাল ট্রেনও। এতে চরম হয়রানিতে পড়েছেন যাত্রীরা। গত দশ দিনে হাওড়া-শিয়ালদহ দুই রেলওয়ে জোনের প্রায় ৩ হাজার কর্মী করোনা আক্রান্ত হয়ে পড়েছেন।
ভারতের বিভিন্ন প্রান্তে রেলের ৭০টি হাসপাতালও জায়গা নেই। ফলে নতুন করে যারা করোনা শনাক্ত হচ্ছেন, তাদের ভরস হোম আইসোলেশনই।
শনিবার ভারতীয় রেলবোর্ডের চেয়ারম্যান ও সিইও সুনীত শর্মা বলছেন, গোটা ভারতে রেলের ৭০টি হাসপাতালে প্রায় পাঁচ হাজার বেড রয়েছে। কিন্তু যেভাবে একের পর এক রেলকর্মী আক্রান্ত হয়ে পড়ছেন তাতে হাসপাতালে জায়গা দেওয়া যাচ্ছে না। এই কারণেই অনেকে হোম আইসোলেশনে থাকতে বাধ্য হচ্ছেন।