ভয়েস ডিজিটাল ডেস্ক
মায়ারাম গুজ্জাল। তাঁর বাড়ি রাজস্থানে। কেন্দ্রীয় বাহিনির সক্রিয় সদস্য। নির্বাচনে কর্তব্য পালন করতে এসেছিলেন বাংলায়। কিন্তু বাড়ি ফেরা আর হল না। ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জে। মায়ারাম গুজ্জাল জওয়ান নির্বাচনী পরিস্থিতি সামলাতে এসেছিলেন রঘুনাথগঞ্জে।
জানা গেছে, সকালে তিনজন মিলে স্নান করতে নেমেছিলেন পদ্মায়। কিন্তু দুর্ভাগ্যবশত নদীর জলে তলিয়ে যান প্রত্যেকে। এদের মধ্যে দু’জনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও মায়ারাম গুজ্জাল দেহ এখনও পর্যন্ত নিখোঁজ। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বাহিনী কর্মীর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের আবহ।