পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধার

- আপডেট সময় : ১০:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১ ২০৬ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহিত
পদ্মার দক্ষিণ তীর রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কালবৈশাখী ঝড়ে ফেরিঘাটের পন্টুন ছিঁড়ে নদীতে তলিয়ে মাইক্রোবাসটি। উদ্ধার অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। কিন্তু এটির ভেতরে কাউকে পাওয়া যায়নি।
মাইক্রোবাসটির মালিক মোকসেদুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চালকের নাম মারুফ হোসেন (৪০)। মাইক্রেবাসটি উদ্ধার করা গেলেও চালকের খোঁজ মেলেনি। চালক মারুফের বাড়ি বাড়ি সিলেট হলেও তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় বসবাস করেন।
চুয়াডাঙ্গা থেকে ঢাকায় ফেরার পথে ঝড়ের কবলে পড়ে পদ্মায় ডুবে গিয়েছিলো মাইক্রোবাসটি। গত ফেব্রুয়ারি মাসে গাড়িটি কেনা হয়।

মঙ্গলবার রাজবাড়ীর দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে ঢাকাগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৪-২৬০৮) ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। এ সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে প্রচণ্ড বাতাসে পন্টুনের তার ছিঁড়ে ঘাট থেকে প্রায় ৩৫০ মিটার দূর নদীতে চলে যায়।
এসময় পন্টুনের র্যাম থেকে মাইক্রোবাসটি পদ্মা নদীতে পড়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও পাটুরিয়ার ডুবুরি দল মাইক্রোবাসের সন্ধান পায়। উদ্ধারকারী জাহাজ এসে মাইক্রোবাসটি উদ্ধার করলেও তাতে কোনো মানুষ ছিল না।