পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা চার সদস্যের তদন্ত কমিটি

- আপডেট সময় : ০৩:৪৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ২১৭ বার পড়া হয়েছে
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই এ নিয়ে ৩টি ফেরি সেতুর পিলারে আঘাতের ঘটনা ঘটলো
শুক্রবার মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট তেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসছিলো রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাড়ে। এ সময় ফেরিতে
ছোটবড় মিলিয়ে ৩৩টি যানবাহন। সজোরে ধাক্কার জেরে একটির সঙ্গে আরেকটি যানবাহনের ধাক্কা লাগে।
আর ফেরিতে ছিল প্রায় হাজার দু’য়েক যাত্রীর। তারা ধাক্কা সামলাতে না পেরে পড়ে গিয়ে কমবেশি আঘাত পান। অনেকে ভয়ে কান্নাকাটি শুরু করেন। এদের মধ্যে ২০ জন জখম হয়েছেন। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের ক্যান্টিন।
ফেরি চালক আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরটির সমানের অংশ পদ্মা
সেতুর খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। তবে ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতে পারতো।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়ে গিয়েছে।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই এ নিয়ে ৩টি ফেরি সেতুর পিলারে আঘাতের ঘটনা ঘটলো। নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহজালালের সংর্ষের ঘটনা তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।
দুর্ঘটনার পর ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হচ্ছেন, বিআইডব্লিউটিএর
পরিচালক (নৌসংরক্ষণ) এম শাহজাহান, এজিএম (মেরিন) আহমেদ আলী এবং এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।
কমিটিকে তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বরাবর তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।