নোবেলজয়ী ড. ইউনূসের কারাদন্ডের রায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না ঢাকার
- আপডেট সময় : ১০:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে ছয়মাসের কারাদন্ড দিয়েছে ঢাকার একটি আদালত। ড. ইউনূসের বিরুদ্ধে এই রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব কোন পড়বে না ঢাকার। সোমবার বাংলাদেশের বিদেশসচিব ড. মাসুদ বিন মোমেন সাংবাদিকদেও কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ সাজাপ্রাপ্ত চারজনকে আপিলের শর্তে একমাসের জামিন দেয় আদালত।
বিদেশ সচিব বলেন, একজন ব্যক্তির কারণে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটা আমাদের একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং ওনার আবেদন করার সুযোগ আছে।
ড. ইউনূস জামিনও পেয়েছেন। সুতরাং একটা চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এর চেয়ে বেশি মন্তব্য করতে রাজি হননি মাসুদ বিন মোমেন।
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগ মামলায় বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি শ্রম আদালত।