নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূল নেত্রী অভিনেত্রী সায়নী ঘোষকে তলব ইডির
- আপডেট সময় : ০৩:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে উঠে আসে সায়নীর নাম। সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে তাঁর। সেই প্রসঙ্গেই সায়নীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি
ভয়েস ডিজিটাল ডেস্ক
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ইডি’র। শুক্রবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার তাঁকে ইডির তরফে নোটিস পাঠানো হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, রাজ্যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ের তদন্তে ওঠে আসে সায়নীর নাম। সম্পত্তি কেনাবেচাতেও নাম জড়িয়েছে সায়নীর। সেই প্রসঙ্গেই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, তদন্তের মূল বিষয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। কিন্তু ভোটের আগে সময় দেখলে সন্দেহটা হয়। ডাকার উদ্দেশ্যটা কী? যখন পুরোদস্তুর ভোটের প্রক্রিয়া চলছে, সায়নী নিজেও ভোটপ্রচারে ব্যস্ত তখন তৃণমূলের ভোটটাকে বিঘ্নিত করার জন্য এই ধরনের ডাকাডাকি।
বড় তারকা বলে সায়নী নজরে পড়ছেন বলেও জানান তিনি। কুণালের মন্তব্য, পূর্ব মেদিনীপুরসহ একাধিক জায়গায় সিবিআই এবং এনআইএ একের পর এক এলাকায় তৃণমূলের ব্লক, বুথ এবং পঞ্চায়েত পদাধিকারীদের ভায়োলেন্সের নামে মামলায় ডেকে ডেকে প্রভাবিত করছে, এলাকা ছেড়ে যেতে বলছে এবং ভোট করতে বারণ করছে। সূত্র আনন্দবাজার