নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের মিছিল, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নেক্ষেপ

- আপডেট সময় : ০৩:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
ক’দিন আগে মার্চ ফর খিলাফত কর্মসূচি ঘোষণা করে ঢাকার বিভিন্ন স্থানে পোস্টার সাঁটায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পর হিযবুত তাহরীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তাঁরা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। কয়েকজনকে আটক করে পুলিশ।
কর্মসূচি ঘিরে এদিন সকাল থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা। পুরানা পল্টন, বায়তুলমোকাররম ও আশপাশ এলাকায় সেনাবাহিনী ছাড়াও র্যাব, পুলিশ নিরাপত্তা জোরদার করে।
চলে সেনা টহল। জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে।
সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১) গ্রেপ্তার করে পুলিশ।