নারায়ণগঞ্জের ফতুল্লায় ভবনে বিস্ফোরণ দগ্ধ ১১

- আপডেট সময় : ১২:৩৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ ১৯৭ বার পড়া হয়েছে

বিস্ফোরণে উড়ে গেছে ফ্ল্যাটের দেয়াল। ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি ভবনে গ্যাস লাইনের বিস্ফোরণে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর ৬টা নাহাদ ফতুল্লার তল্লার জামাই বাজার এলাকার একটি তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। খবর ফায়ার সার্ভিস সূত্রের। বিস্ফোরণে তৃতীয় তলার ফ্ল্যাটের দুটি দেয়াল উড়ে গিয়েছে। ভেঙে গিয়েছে ভবনের দরজা-জানালার কাচ।
দগ্ধদের মধ্যে তিন মাসের শিশুসহ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থায় গুরুতর।
বাকিদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধরা হচ্ছে, মো. হাবিবুর (৪০), তার স্ত্রী আলেয়া বেগম (৩৮), তার ছেলে লিমন (১৭), মেয়ে মিম (১৮), তিন মাসের শিশু মাহিরা। মো. সোনাহার (৪০), তার স্ত্রী শান্তি আক্তার (৩০), ছেলে সামিউল (২৫), পুত্রবধূ মনোয়ারা (২২) ও সাথী (২৫)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, তাদের ধারণা ভবনের তৃতীয় তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটনা।