সংবাদ শিরোনাম ::
নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদাসহ সকল আসামি মুক্ত
ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১২:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
নাইকো দুর্নীতি মামলা থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকর আসামি খালাস পেয়েছেন।
বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এই রায় দেন। পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম তথ্য নিশ্চিত করেন।
খালাস পাওয়া অপর আসামিরা হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহিদুল ইসলাম, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসেন।
সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক ও নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট কাশেম শরীফ।



















