দ্বিতীয় বারের মতো আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ আগরওয়ালা
- আপডেট সময় : ০৩:২৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১ ৪৬২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান এফবিসিসিআই এর সহ-সভাপতি এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের কেন্দ্রীর শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ব্যবসা বান্ধব গুরুত্বপূর্ণ এই সেক্টরটি শিল্প ও বাণিজ্যে সফল, ত্যাগী ও ক্লিন ইমেইজের ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির ঘোষনা আসে। ৬০ সদস্যের কমিটিতে কাজী আকরাম আহম্মেদকে চেয়ারম্যান ও মোঃ ছিদ্দিকুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
সিআইপি, দিলীপ কুমার আগরওয়ালা দ্বিতীয় মেয়াদে এ কমিটির সদস্য নির্বাচিত হলেন। দেশীয় জুয়েলারী খাতে অনন্য ভূমিকা রেখে চলেছেন দিলীপ বাবু। পাশাপাশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি পদেও বহাল রয়েছেন সফল এই ব্যবসায়ী। তার যুগান্তকারী নেতৃত্বে বাংলাদেশের জুয়েলারী খাতে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। চুয়াডাঙ্গার সন্তান এবং ব্যবসায় সফল নেতার নাম দিলীপ কুমার আগরওয়াল। যিনি একজন সমাজ সংস্কারও। তিনি সামাজিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিলীপ কুমার বলেছেন, তিনি বিশ্বাস করেন, আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখবে।