দোকানপাট-শপিংমল খোলা যাবে ৯টা-৫টা
- আপডেট সময় : ০৮:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১ ২৩৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
করোনা অতিমারির কারণে পাঁচ এপ্রিল থেকে ১১ এপ্রিল একসপ্তাহের লকডাউন ঘোষণা করে সরকার। দ্বিতীয় দিনে সিটি কর্পোরেশন এলাকায় গণপরিহন চলাচলের বিধিনিষেধ শিথীল করে। এবারে চতুর্থ দিনে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার মন্ত্রি পরিষদ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ৯-১৩ এপ্রিল শপিংমল ও দোকানপাট খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। করোনা বিস্তার রোধকল্পে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আগের নির্দেশনার আলোকে নতুন নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়েছে, কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মানা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জানানো হয়েছে।
করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত সার্বিক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। এই সময়ে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে অফিস, গণপরিবহনসহ সব ধরনের যান চলাচল, দোকানপাট-শপিংমল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এবং সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানানো হয়। তবে নিত্যপণ্যের দোকান ও জরুরি সেবার যানবাহন চলাচলের সিদ্ধান্ত রাখা হয়।
কিন্তু অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ রাখায় সাধারণ মানুষের ভোগান্তির পর ৭ এপ্রিল থেকে গণপরিবহন চালু করা হয়। এবার দোকানপাট ও শপিংমলও চালু করা হলো। লকডাউন কতদিন থাকবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।