দোকানপাট খোলার খবরে ঢাকামুখো মানুষের ঢল
- আপডেট সময় : ০৯:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ১৫৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
লকডাউনে ঘাটে ঘাটে হাজারো দুর্ভোগকে সঙ্গী করে ঘর ফিরেছিলেন তারা। সর্বনাশা করোনা রুখতে লকডাউন ঘোষণার পর কর্মস্থলে তালা। অজ্ঞতা গ্রামের বাড়ি শেষ ভরসা। রবিবার থেকে দোকানপাট, শপিংমল খোলার ঘোষণা দিয়েছে সরকার।
এই খবরে সারা দেশে ঘরে ফেরা মানুষ শুক্রবার রাত থেকেই ঢাকামুখো মানুষের ঢল নামে। গলপরিবহণ বন্ধ থাকায় বিকল্প ব্যবস্থায় হাজারো ঝক্কিঝামেলাকে সহ্য করে ফিরতে শুরু করেছেন।
মানুষের অতিরিক্ত চাপ পড়েছে সকল ফেরি ঘাটে।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ছিল যাত্রী ও যানবাহনের ভিড়। লঞ্চ বন্ধ থাকায় সীমিত সংখ্যক ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রী ও চালকদের। মাথার ওপরে জ্বলন্ত সূর্য। চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী ও চালকেরা।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দেশের গুরুত্বপূর্ণ নৌরুট। জরুরি পণ্য পরিবহনের জন্যও এখানে ১০/১২টি ফেরির প্রয়োজন হয়। সেখানে ২/৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের নামে ভোগান্তি সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এরুটে ফেরি বৃদ্ধির দাবি যানবাহন চালকদের।