দেশের সব সিরিজ হবে বঙ্গবন্ধুর নামে: পাপন
![](https://voiceekattor.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ১১:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১ ২৫০ বার পড়া হয়েছে
![](https://voiceekattor.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, চলতি বছরে দেশের ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলিয়ে সকল ক্রিকেট আয়োজন হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। আগামী আয়োজনগুলোও (দেশি-বিদেশি) বঙ্গবন্ধুর নামাঙ্কিত হবে।
বুধবার হোম অব ক্রিকেট মিরপুরে জাতির জনকের ১০১তম জন্মদিনে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে এসে তিনি একথা জানান। বিসিবি সভাপতি বলেন, আমাদের পরিকল্পনা সেটাই, যতগুলো আমাদের টুর্নামেন্ট আছে দেশে ঘরোয়া হোক আন্তর্জাতিক সবগুলো বঙ্গবন্ধুর নামে হবে।
আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। এপ্রিলের শুরুতে নিউজিল্যান্ড থেকে ফিরেই একই মাসের মাঝামাঝিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলতে দেশটি সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। ঠিক তার পরের মাসেই আবার বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে লঙ্কানদের বাংলাদেশ সফরের কথা রয়েছে।