দেশজুড়ে লকডাউন নিয়ে কি ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর ?

- আপডেট সময় : ০৬:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ১৭১ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সীমান্তবর্তী বেশ কয়েকটির জেলার পাশাপাশি ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউনের আওতায় আনা হয়েছে। তবে আপাতত দেশজুড়ে লকডাউন দেওয়া হচ্ছে এমনটিই জানালো স্বাস্থ্য অধিদপ্তর।
লকডাউন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আপাতত লকডাউন নয়। তবে পরিস্থিতি যদি নাজুক হয় এবং প্রতিটি জেলায় সংক্রমণ যদি ২০ শতাংশের ওপরে চলে যায়, তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বুধবার স্বাস্থ্য অধিদফতর একথা জানায়। অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, ঢাকায় এখন পর্যন্ত সংক্রমণের হার এতোটা বাড়েনি। তবে যেকোনো সময় এটি বেড়ার আশঙ্কা রয়েছে।
আমরা আশা করছি ঢাকার আশপাশের সাতটি জেলায় যদি লকডাউন সফল হয় এবং আমরা যদি মানুষের যাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে রাজধানী বা সারাদেশে লকডাউন প্রয়োজন হবে না।

স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র মনে করেন, ‘পরিস্থিতি যদি নাজুক হয় এবং প্রতিটি জেলায় যদি সংক্রমণ ২০ শতাংশের ওপরে চলে যায়, তাহলে দেশব্যাপি লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে।
আমরা আপাতত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার সংক্রমণ পরিস্থিতি দেখছি। যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি এবং ঢাকার পরিস্থিতি নাজুক হয় তা হলে শুরুতে ঢাকাকে লকডাউনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জে লকডাউন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব এলাকার কোনো গণপরিবহণ ঢাকায় প্রবেশ করতে পারছে না।