ছবি সংগ্রহ
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ দু’বছর পেরুচ্ছে। করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পেরে মোবাইল ডিভাইসকে সঙ্গী করে দিন কাটাচ্ছে কোমলমতি পড়ুয়ারা।
অবশেষে বৃহস্পতিবার সকল শ্রেণীর পড়ুয়াদের জন্য আসলো সুখবর। সেটি হচ্ছে, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির ফরম পূরণ আগেই হয়ে গিয়েছে। এইচএসসিরটা
আজকে থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি এসএসসি পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের দিকে শুরু করা সম্ভব হবে। সেই প্রস্তুতি রয়েছে।
ডা. দিপু মনি বলেন, শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তার উপরে পরীক্ষা হবে। তারা যেন অ্যাসাইনমেন্ট জমা দেয়, বই পড়ে। তাহলে প্রস্তুতি নেওয়া সম্ভব। বই পড়ে, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে।
এসময়ে শিক্ষামন্ত্রী বলেন, গত বছর সেপ্টেম্বরের দিকে সংক্রমণ কমে গিয়েছিল। আর এখন তো টিকা দেওয়া হচ্ছে। কাজেই আশা করছি সেই সময়ে আমরা পরীক্ষা নিতে পারবো। কোনো
কারণে অনুকূল পরিস্থিতি তৈরি না হয়, সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।