দু’দিনের ত্রিপুরা সফরে বর্ডার ম্যানেজমেন্টের সচিব বিবেক জোশী

- আপডেট সময় : ০৯:০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১ ২৫৪ বার পড়া হয়েছে
সীমান্ত পরিস্থিতির খোঁজ খবর নিতে দুই দিনের সফরে ত্রিপুরায় পৌঁছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
আওতাধীন বর্ডার ম্যাজমেন্টের সচিব আইএএস বিবেক জোশী। শনিবার সকালে রাজ্যে পৌঁছান
তিনি। রাজ্যে এসেই তিনি মহাকরণে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে। এরপর বিএসএফ
আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন তিনি। আগরতলার একটি অনলাইন প্রোর্টাল সূত্রে এই তথ্য
জানা গিয়েছে। জানা গিয়েছে, রবিবার সকাল নাগাদ বিএসএফের হেলিকপ্টারে ধলাইয়ে যাবেন
এবং সেখানে সীমান্ত এলাকার কাঁটাতারের কাজসহ অন্যান্য নির্মাণ কাজ খতিয়ে দেখবেন।
ধলাইয়ের সীমান্ত পরিদর্শন শেষে তিনি চলে যাবেন সাব্রুমের মুহুরীচরে। সেখানে ভারত-
বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা ঘুরে দেখবেন। মুহুরীচর থেকে মি. জোশী যাবেন
সোনামুড়াতে। সেখানে জল বন্দরসহ ভারত-বাংলাদেশ সম্পর্কিত নানান বিষয়ে খোঁজ-খবর
করবেন তিনি। এদিন বিকালে বিমানে ইমফলের উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করবেন। বর্ডার
ম্যানেজমেন্ট’র সচিব বিবেক জোশীর সঙ্গে রাজ্যে এসেছেন যুগ্ম সচিব(বিএম) আশীষ কুমার।
লিয়াসন অফিসার হিসেবে থাকছেন আর কে যাদব।