ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

থেমে গেলেন ‘দ্য ফ্লাইং শিখ’

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সাবকে স্প্রিন্টার মিলখা সিং ফাইল ছবি

‘মিলখা সিং প্রথম ভারতীয় অ্যাথেলট হিসেবে ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসের সোনা জেতেন। সেবার কার্ডিফে কমনওয়েলথ গেমসের ৪০০ মিটার দৌড়ে তিনি হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ম্যালকম স্পেনসকে। সোনা জিততে তিনি দৌড় শেষ করেছিলেন ৪৬.৬ সেকেন্ডে’

৪০০ মিটার দৌড়ে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। এশিয়ান গেমসের ট্রাকেও কেড়ে এনে এনেছেন সোনা। তিন তিনটি অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। ১৯৬০ অলিম্পিকে এই ৪০০ মিটার দৌড়েই হয়েছিলেন চতুর্থ। দৌড়ের কারণে যিনি এত বিখ্যাত সেই মিলখা সিংয়ের জীবনের দৌড়টা থেমে গেল গিয়েছে।

৯১ বছর বয়সের মিলখা সিংকে ধরে রাখতে পারেনি চণ্ডিগড়। পৃথিবীর মায়া কাটিয়ে শুক্রবার গুডবাই জানিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক এই স্প্রিন্টার।

দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত মিলখা সিং গত মাসের ২০ তারিখে করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনার কাছেই এ সপ্তাহের শুরুতে তিনি হারিয়েছেন স্ত্রী নির্মলা কাউরকে। করোনায় আক্রান্ত হওয়ার পর ২৪ মে ১৯৫৮ সালের কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন ও ১৯৬০ রোম অলিম্পিকে অংশ নেওয়া মিলখা সিং মেহালিতে একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মিলখা সিং এশিয়ান গেমসে চারটি সোনা জিতেছেন। ১৯৫৮ সালে ২০০ ও ৪০০ মিটার দৌড়ে সোনা জেতেন তিনি। ১৯৬২ সালের এশিয়ান গেমসে জেতেন ৪০০ মিটার ও ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে। তবে মিলখা সিংয়ের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল রোমে ১৯৬০ অলিম্পিকে চতুর্থ হওয়াটাই।

৩০ মে তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছিলেন। তবে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে ফের হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে আর ফিরে আসতে পারেননি মিলখা সিং। সন্তান জিভ মিলখা সিং তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পাকিস্তানের অংশ গোবিন্দপুরাতে জন্ম নেওয়া মিলখা সিং প্রথম ভারতীয় অ্যাথেলট হিসেবে ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসের সোনা জেতেন। সেবার কার্ডিফে কমনওয়েলথ গেমসের ৪০০ মিটার দৌড়ে তিনি হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ম্যালকম স্পেনসকে। সোনা জিততে তিনি দৌড় শেষ করেছিলেন ৪৬.৬ সেকেন্ডে।

ছেলে জিভ মিলখা ছাড়াও তিনি মেয়ে মোনা সিং, আলিজা গ্রোভার ও সোনিয়া সনওঢাকার জনক ছিলেন মিলখা সিং। ছেলে জিভ অবশ্য ক্যারিয়ার গড়েছেন গলফে। ১৪ বারের আন্তর্জাতিক ট্রফি জেতা জিভ বাবার মতোই পদ্ম শ্রী পুরস্কার জিতেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

থেমে গেলেন ‘দ্য ফ্লাইং শিখ’

আপডেট সময় : ০৭:৫৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১

ভারতের সাবকে স্প্রিন্টার মিলখা সিং ফাইল ছবি

‘মিলখা সিং প্রথম ভারতীয় অ্যাথেলট হিসেবে ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসের সোনা জেতেন। সেবার কার্ডিফে কমনওয়েলথ গেমসের ৪০০ মিটার দৌড়ে তিনি হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ম্যালকম স্পেনসকে। সোনা জিততে তিনি দৌড় শেষ করেছিলেন ৪৬.৬ সেকেন্ডে’

৪০০ মিটার দৌড়ে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন। এশিয়ান গেমসের ট্রাকেও কেড়ে এনে এনেছেন সোনা। তিন তিনটি অলিম্পিক গেমসে অংশ নিয়েছেন। ১৯৬০ অলিম্পিকে এই ৪০০ মিটার দৌড়েই হয়েছিলেন চতুর্থ। দৌড়ের কারণে যিনি এত বিখ্যাত সেই মিলখা সিংয়ের জীবনের দৌড়টা থেমে গেল গিয়েছে।

৯১ বছর বয়সের মিলখা সিংকে ধরে রাখতে পারেনি চণ্ডিগড়। পৃথিবীর মায়া কাটিয়ে শুক্রবার গুডবাই জানিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন ভারতের সাবেক এই স্প্রিন্টার।

দ্য ফ্লাইং শিখ নামে পরিচিত মিলখা সিং গত মাসের ২০ তারিখে করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনার কাছেই এ সপ্তাহের শুরুতে তিনি হারিয়েছেন স্ত্রী নির্মলা কাউরকে। করোনায় আক্রান্ত হওয়ার পর ২৪ মে ১৯৫৮ সালের কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন ও ১৯৬০ রোম অলিম্পিকে অংশ নেওয়া মিলখা সিং মেহালিতে একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মিলখা সিং এশিয়ান গেমসে চারটি সোনা জিতেছেন। ১৯৫৮ সালে ২০০ ও ৪০০ মিটার দৌড়ে সোনা জেতেন তিনি। ১৯৬২ সালের এশিয়ান গেমসে জেতেন ৪০০ মিটার ও ৪ গুণিতক ৪০০ মিটার রিলেতে। তবে মিলখা সিংয়ের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল রোমে ১৯৬০ অলিম্পিকে চতুর্থ হওয়াটাই।

৩০ মে তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি করোনা পরীক্ষায় নেগেটিভও হয়েছিলেন। তবে অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে ফের হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে আর ফিরে আসতে পারেননি মিলখা সিং। সন্তান জিভ মিলখা সিং তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পাকিস্তানের অংশ গোবিন্দপুরাতে জন্ম নেওয়া মিলখা সিং প্রথম ভারতীয় অ্যাথেলট হিসেবে ১৯৫৮ সালে কমনওয়েলথ গেমসের সোনা জেতেন। সেবার কার্ডিফে কমনওয়েলথ গেমসের ৪০০ মিটার দৌড়ে তিনি হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ম্যালকম স্পেনসকে। সোনা জিততে তিনি দৌড় শেষ করেছিলেন ৪৬.৬ সেকেন্ডে।

ছেলে জিভ মিলখা ছাড়াও তিনি মেয়ে মোনা সিং, আলিজা গ্রোভার ও সোনিয়া সনওঢাকার জনক ছিলেন মিলখা সিং। ছেলে জিভ অবশ্য ক্যারিয়ার গড়েছেন গলফে। ১৪ বারের আন্তর্জাতিক ট্রফি জেতা জিভ বাবার মতোই পদ্ম শ্রী পুরস্কার জিতেছেন।