থাইল্যান্ডে করোনা টিকা সংক্রান্ত গোপন নথি ফাঁস, কি আছে সেই নথিতে ?

- আপডেট সময় : ০৫:০৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ২০৯ বার পড়া হয়েছে
থাইল্যান্ডে করোনা টিকা বিষয়ক একটি গোপন নথি ফাঁস হয়েছে। নথিতে দেশটির অজ্ঞাত এক স্বাস্থ্য কর্মকর্তা সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন না দেওয়ার সুপারিশ করেছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপে সিনোভ্যাকের ভ্যাকসিন যে কার্যকর নয় তা স্বীকার করা হবে।
সোমবার গোপন এই নথি ফাঁসের পর দেশটিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। নথিতে দেখা গেছে, কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এ ধরনের পদক্ষেপের ফলে সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনের প্রতি জনসাধারণের আস্থা হ্রাস পেতে পারে।
থাইল্যান্ডে টুইটারে হ্যাশট্যাগে ‘মেডিকেল কর্মীদের ফাইজারের টিকা দিন’ ট্রেন্ডে পরিণত হয়েছে। একদিনেই এই হ্যাশট্যাগে দেশটিতে ৬ লাখ ২৪ হাজারের বেশি টুইট করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ফাঁস হয়ে যাওয়া গোপন নথির সত্যতা নিশ্চিত করেছেন। অভ্যন্তরীণ এই স্মারকে সিনোভ্যাকের ভ্যাকসিনের কার্যকারিতার ব্যাপারে নানা ধরনের মন্তব্য করেছেন দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
আর এই গোপন নথিটি স্থানীয় সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের